বৈশাখ মাসে কাল বৈশাখী
দেখায় তার তান্ডব
ঝড়ের তাণ্ডবে উড়ে ঘর বাড়ি
নয় কোনো গুজব।


প্রকৃতি যখন অশান্ত হয়
চারো দিকে মরুভূমি
কাল বৈশাখী ঝড়ে তখন
থাকে শুধু জমি।


গৃহহীন হয়ে যায় দেখি
শত পাখির দল
ঝড়ের কবলে ক্ষতির মুখে
মানুষ সকল।


প্রকৃতির কারণে ভাঙা-গড়া
কত কিছু নেয় কেড়ে
শত মানুষের ক্ষয় ক্ষতি
হাহাকার ছড়িয়ে পড়ে।


প্রকৃতির ক্ষমতা প্রকৃতি নিজে
ক্ষমতা নেই মানুষের মাঝে
দূর আকাশে কালো মেঘ
আসে কত সাঁঝে।


প্রকৃতির সাথে লড়াই করে
টিকে আছে মানুষের দল
নিঠুর প্রকৃতির বাঁধা পেরিয়ে
কষ্ট হলেও মানুষ সফল।


একজনের ঘর অন্যের বাড়ি ফেলে
তার ডানা দিয়ে
দেখা ছাড়া উপায় নেই
ঘরে থাকি ভয়ে।


ঝড়ের সম্ভাবনা মনে হলে
থাকবো নিরাপদ আশ্রয়
ঝড় উঠলে থাকবো না বাহিরে
নেই কোন সংশয়।


কত ক্ষয়ক্ষতি মানবের করবে
মানুষকে একটু বাঁচতে দাও
ভয়ংকর খেলা অনেক করেছো
এবার শান্ত হয়ে যাও।