জীবনে কতগুলো বছর ফেলে এসেছি
তবুও দেখা হয়নি মাতৃভূমির সাথে
আবার যদি যায় এই মাতৃভূমিতে
যদি হয়ে যায় দেখা।


  জ্যৈষ্ঠ মাসে
তখন ও সন্ধ্যায় ফিরে পাখিরা নীড়ে
কৃষক ধান নিয়ে তুলে গোলাতে
হয়তো তোমাকে খুঁজে পাবো সকলের ভিড়ে।


কবুতর গুলো ব্যস্ত খাদ্য গ্রহণ করতে
আম-কাঁঠালের গন্ধ নাকে বেশে আসে
সন্ধ্যার পরে চাঁদের আলোর মৃদু বাতাস মন দোলে
তোমার সেই স্মৃতি গুলো আজ মনের মাঝে বাসে।


এই গ্রামের মেঠো পথ ধরে কতইনা চলাচল
ফাঁকা মাঠের মধ্যে বসে হয়তো গল্প করা
কত বছরের  পরে হবে দেখা তোমার সাথে
  চিনতে পারবে কি তুমি আমাকে কত বছর পরে  গিয়ে
মাতৃভূমির টানে।