বাবুই পাখি বাবুই পাখি
করছো কি গাছের ডালে।
তৈরী করছো বাসা নিখুঁত ভাবে
ঠোঁটের গাথুনীতে গাছের ডালে।


বেধেছো বাসা তোমরা সবাই
ঘরের সামনে নারিকেল গাছে।
বিকেল বেলাতে আঙ্গিনাতে বসে
তাকিয়ে থাকি তোমাদের গাছে।


করছো খেলা তোমরা সবাই
আমার এই নারিকেল গাছে।
তোমাদের এই খেলা দেখিয়া
আনন্দে আমার মনটা নাচে।


সারা  বেলা খেলা শেষে
ছানাগুলোকে বাসায় নাও ডেকে।
ভোর বেলাতে ঘুম ভাঙ্গে আমার
তোমাদের এই কিচিমিচি ডাকে।