ভয় কেনো তর  বীর বাঙালী
সাহস ‌নিয়ে চল,
তাঁতী কৃষক কামার  কুমার
দেশ হবে সচল।


যতো বাধা আসুক দেশে
আমরা সবাই বীর,
বিজয় বেশে দেশের মানুষ
আবার ফিরে নীড়।


বইয়ের  পাতা খুলে  দেখো
লেখা আছে নাম,
মেধা শ্রম এগিয়ে যাবে
ঝড়ে পড়ুক ঘাম।


আগের মতো আসবে ফিরে
সোনালী সেই দিন,
লাল সবুজের  বিজয় নিশান
উড়বে চিরোদিন।


অবাক হয়ে বলবে সবাই
জগৎ সেরা দেশ,
বিশ্বাসে আর মনোবলে
আস্থা আছে বেশ।