মানুষের মধ্যে অশান্তির কারণ
তুমি কি জানো
বলছি আমি তোমাকে আজ
তুমি শোনো।


অশান্তি কেন বলছি আমি
দুটি কারণ
অধিকার আর দায়িত্বের প্রতি
শোনে না বারন।


ধরা যাক উদাহরণস্বরূপ
বলছি এবার
সন্তান জন্মের পর মায়ের কাছে
সন্তানের  অধিকার।


যখন মা  কর্তব্যে অবহেলা
সন্তানের প্রতি করে
সন্তান তখন অধিকার আদায়
থাকেন কান্নার উপরে।


ছুটে আসেন দাদা দাদি
কান্না  শুনে
মাকে শোনায় কিছু কথা
সে যেন মানে।


যার যে কাজ আছে সে
ঠিক  মত  করে
থাকবে না অশান্তি আর
পৃথিবীর পরে।