জগতের মাঝে দেখেছে সবাই
আজ তুমি ধন্য
শুধু তোমার চিন্তাশক্তি
সু বিবেকের জন্য।


অটুট থাকুক যুক্তিময় আবেগ
যে ব্যক্তি বিবেককে দেয় বলি
সকলে আমরা প্রতিজ্ঞা করি
তাহার সাথে না চলি।


বিবেক হলো অমূল্য সম্পদ
শ্রেষ্ঠ আদালত
মনুষ্যত্বের প্রকাশ পাওয়া যায়
বড় আলামত।


তোমার জীবনে বিবেক হল  
জীবনের দামী উপহার
বিবেকের মূল্য বুঝেনা যে লোক
তার কাছে যেও না আর।


বিবেকহীন মানুষ মনে করে
সকল কিছু দস্তা
বিবেকবান লোক খুঁজে পায়
দস্তা মাঝে মুক্তা।


জগতের মাঝে শিক্ষিত মানুষের
আছে নানান স্বভাব
শিক্ষিত বিবেকবান মানুষের যেন
আজ বড়ই অভাব।


ভয় করো সেই লোককে
যার নাই বিবেকবোধ
জগতের মাঝে নিতে পারবে
নোংরা প্রতিশোধ।


বিবেক তোমাকে করে যাবে
খুবই ক্ষমতাশালী
বিবেক ছাড়া তোমার জীবনে
সবই গুড়েবালি।


মানুষের হৃদয় পাষান এখন
হিংসা-বিদ্বেষ ভরা
সেই মানুষের বিবেক কখনো
দেয় না সাড়া।


মানুষকে ঠকিয়ে পেয়েছো তুমি  
ক্ষণিকের স্বাদ
এর জন্য তোমার জীবন
হতে পারে বরবাদ।


যে মানুষের মধ্যে বিবেক কখনো
করে না তাড়া
ভাবা যায় না তাকে আর
অমানুষ ছাড়া।


মানুষের জীবনে বিবেক হল
বড় অলংকার
জগতে আজ ন্যায়বিচার  প্রতিষ্ঠায়
বিকল্প নেই যার।