জগতের মাঝে দেখেছে সবাই
আজ তুমি ধন্য
শুধু তোমার চিন্তাশক্তি
সু বিবেকের জন্য।
অটুট থাকুক যুক্তিময় আবেগ
যে ব্যক্তি বিবেককে দেয় বলি
সকলে আমরা প্রতিজ্ঞা করি
তাহার সাথে না চলি।
বিবেক হলো অমূল্য সম্পদ
শ্রেষ্ঠ আদালত
মনুষ্যত্বের প্রকাশ পাওয়া যায়
বড় আলামত।
তোমার জীবনে বিবেক হল
জীবনের দামী উপহার
বিবেকের মূল্য বুঝেনা যে লোক
তার কাছে যেও না আর।
বিবেকহীন মানুষ মনে করে
সকল কিছু দস্তা
বিবেকবান লোক খুঁজে পায়
দস্তা মাঝে মুক্তা।
জগতের মাঝে শিক্ষিত মানুষের
আছে নানান স্বভাব
শিক্ষিত বিবেকবান মানুষের যেন
আজ বড়ই অভাব।
ভয় করো সেই লোককে
যার নাই বিবেকবোধ
জগতের মাঝে নিতে পারবে
নোংরা প্রতিশোধ।
বিবেক তোমাকে করে যাবে
খুবই ক্ষমতাশালী
বিবেক ছাড়া তোমার জীবনে
সবই গুড়েবালি।
মানুষের হৃদয় পাষান এখন
হিংসা-বিদ্বেষ ভরা
সেই মানুষের বিবেক কখনো
দেয় না সাড়া।
মানুষকে ঠকিয়ে পেয়েছো তুমি
ক্ষণিকের স্বাদ
এর জন্য তোমার জীবন
হতে পারে বরবাদ।
যে মানুষের মধ্যে বিবেক কখনো
করে না তাড়া
ভাবা যায় না তাকে আর
অমানুষ ছাড়া।
মানুষের জীবনে বিবেক হল
বড় অলংকার
জগতে আজ ন্যায়বিচার প্রতিষ্ঠায়
বিকল্প নেই যার।
বিবেক জাগ্রত হলে আর কি চাই
সুন্দর কাব্যিক প্রকাশ
শুভেচ্ছা ও শুভকামনা
ঘরে থাকুন সুস্থ থাকুন সবসময়।
বিবেকহীন নর, নর সে তো নয় রক্ষ সমতায়
রিপুর তারণে জোয়ারেতে ভাসে লিপ্ত ক্ষমতায়।
সমুদায় ধ্যান আপনারে তরে বিষয় আসয় ক্ষিতি
মমতায় নহে দম্ভেতে কবে করালতা কায়
প্রীতি।
হিংসা ও দ্বেষ ভূষণ তাহারি ব্যাপ্তিতে সীমাহীন
স্নেহের আকর জড় সে দূরেতে ভ্রান্ত ও নীতি হীন।
বিরূপ বিধায়ে গ্রাসিতে মেদিনী গৃদ্ধের বুলিরব
হায়েনার বেশে হীনতার দেশে মলিন
করিছে ভব।
ক্রুর সে নর, দন্ত ও নখ; বিছায়ে ধরণী পর
তমস ছায়েতে বিচালি বিছায়ে গড়িছে আপনো গড়।
কপটতা প্রাণ গাহে বিভেদের গান ছলনাতে হয় লীন
গিরগিট সম প্রকরণ রঙে অতীব তাহারা
হীন।
শুনো হে বসুধা তাহাদের ক্ষুদা মিটাইতে কূলোরাজি
মহোদয় তার ক্ষুব্ধ হৃদয়, তিনি; মর্তে আসিলো আজি।
ঝঞ্ঝা তুফানে প্রলয়ের গানে অবসান হবে রাজ
বিবেক বোধনে আচার শোধনে করোনায়
মহারাজ।
হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।