সবুজ শ্যামল ফসলে  ভরা
আমার জন্মভূমি
প্রকৃতির এমন রূপের ছোঁয়া
কোথাও পাইনি আমি।


মাঠের পর মাঠ ফসলে ভরা
সবুজের হাতছানি
কুমড়ী বিল মাছে ভরা
সুমিষ্ট তার পানি।


কুমড়ী বিলের পলি মাটি
দিগন্ত জুড়ে ধান
কুমড়ী বিল থেকে ভেসে আসে
মাঝি-মাল্লার গান।  


পানা ফুলের সৌন্দর্য দেখে
ভরে যায় প্রাণ
সারস পাখি দোলা দিয়ে যায়
ডাকে কুহুতান।


বাড়ির পাশে গাছের সারি
রসালো তার ফল
সৌন্দর্যে ভরা ফল দেখে
জিহবায় আসে জল।


আমার গ্রামে বিভিন্ন উৎসবে
কত পিঠা পুলি
মায়ের হাতে মজার রান্না
কি করে তা ভুলি।


খেতে মজা খেজুরের রস
পিঠার জন্য তাল
কোথাও তুমি খুজে পাবে না
ঢেঁকিছাঁটা চাল।


প্রিয় মাতৃভূমি তুমি আমাকে
রেখো আচল তলে
তোমার সম্মানে লড়বো আমি
আপন শক্তি বলে।