ইলিশ মাছ
মোঃ বুলবুল হোসেন


ইলিশ গুঁড়ি বৃষ্টি ঝরে
পদ্মায় মাছের ঝাঁক,
এই সময়ে ইলিশ ওঠে
নদীতে হয় বাঁক।


নোনতা জলে ফুটে কি আর
ইলিশ মাছের ডিম,
দলে দলে মিষ্টি জলে
ইলিশ মাছের টিম।


তারা তারি চলো বন্ধু
নদীর ধারে যাই,
বিষ্টির হলে নদীর মাঝে
কতো ইলিশ পাই।


ডিমে থেকে পুনা হবে
আবার সাগর দিক,
শিখে সাঁতার নদীর বুকে
ছুটে যাবে ঠিক।


সাগর জলে বাড়বে তারা
নতুন হবে রূপ,
ছন্দ তালে তাল মিলিয়ে
অন্যরা হবে চুপ।