ইচ্ছে করে আকাশ বুকে
ডানা মেলে উড়ি,
যেমন করে ডানা ছাড়া
আকাশ বুকে ঘুড়ি।
ডানা ছাড়া উড়ে কতো
কেউ করে না মানা,
ধুলো উড়ে পাতা উড়ে
তাদের নাইরে ডানা।
মেঘ বালিকা দিব্যি উড়ে
নেইতো তাহার ডানা,
কেমন করে উড়বো আমি
নেইতো আমার জানা।
পরীর মতো ডানা পেতাম
যেতো যদি কেনা,
ইচ্ছে আমার পূর্ণ হবে
পথের নাইরে চেনা।