আকাশটা আজ কালো মেঘে ঢাকা
চতুর্দিকে পরিবেশটাকে দেখে
ভয়ে গা ছমছম করে।
বয়ে চলেছে বাতাসের শো শো শব্দ।
পাখিদের কলকাকলি ডাক।


মাঠ ঘাটের রাস্তা ছেড়ে
ফিরে কৃষক তার নীড়ে।
মাঠের মধ্যে সোনালী ফসল
ক্লান্ত কৃষকের মুখের হাসি।
চতুর্দিকে বিদ্যুতের ঝলকানি।


আফসোস করতে করতে কৃষক
ঘরের মধ্য পায়তারা করে।
সারা বছরের পরিশ্রম বুঝি
আমার এবার যাবে বিফলে।


আমাকে নিঃস্ব করে দিবে
এই কাল বৈশাখী ঝরে।
তীরে এসে তরী বুঝি
এই বার ডুবে যাবে।


খেয়ে না খেয়ে কাটাতে হবে
আমার এই গোটা পরিবার কে।
আল্লাহ রক্ষা করুন আমাকে
এই কালবৈশাখীর হাত থেকে।