মানব জাতি আতঙ্কিত আজ
ভয়ে আছে বিশ্ব
সমস্ত পৃথিবীর মালিক খোদা
আমরা বান্দা নিঃস্ব।
আমরা পাপী গুনাগার বান্দা
ক্ষমা করো প্রভু
ভুলত্রুটি ক্ষমা করে দাও
দয়া করো প্রভু।
তুমি চাইলে দিনের আলো
হবে অন্ধকার
আতঙ্কে আজ রাত্রি পার
ভয়ে তোমার বান্দার।
পাপের বোঝা ভারী বলে
গজব করোনা দিলে
তুমি যদি মাফ না করো
মরবো তিলে তিলে।
মাফ করে দাও সকল মানুষকে
হেদায়েত করো দান
দোজাহানের বাদশা তুমি
ওগো মহিয়ান।
শয়তানের হাত থেকে আমাদের
তুমি করো হেফাজত
আমরা যেন করি শুধু
তোমার ইবাদত
সকল গজব আমাদের থেকে
তুমি নাও তুলে
রহমতের দরজা খুলে দাও
তুমি মানব কুলে।
ধর্মীয় ভাবাবেগে অপূর্ব সুন্দর প্রকাশ। শুভ্কামনা প্রিয় কবি।
আমাদেরও সেই একই প্রার্থনা কবি করো প্রভু এই কঠিন গজব থেকে ।। অসাধারণ কথামালায় চমৎকার জীবনমুখী কবিতা।।ভালো লাগলো ভীষণ।।হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় বরেণ্য কবি ভালো থাকবেন সব সময়।।
অসামান্য! খুব ভালো লাগলো!
সুন্দর কবিতার জন্য সম্মানিত কবির সাধুবাদ জানাই।
সাথে অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণের ভালোবাসা।
==
# করোনার এই আনাকাংখিত বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায়
সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বন করে স্বপরিবারে ভালো থাকুন।
ধর্মীয় অনুভুতির প্রকাশ,ধন্যবাদ।
গভীর মনোবেদনা ।
একরাশ শুভেচ্ছা ও ভালবাসা জানাই, ভালো থেকো ।
একেবারে যথার্থ কামনা
সুন্দর কাব্যিক নিবেদন
শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন।
হে প্রভু, মানবজাতিকে রক্ষা করো।
সকল রোগ থেকে আমাদের মুক্তি দাও।
বেশ ভালো লাগলো প্রিয় কবি
চমৎকার জীবনমুখী মানবতাবাদী ছড়া কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা রইল।
অন্ধবিশ্বাস জুড়ে আছে, মানবজাতি মনে!
ভয়ঙ্কর আতঙ্কে জুড়ে বাঁচে ইশ্বর ধর্ম ডাকে।
বৈজ্ঞানিক কাজ করে ঔষধি গুণ নিয়ে আসে!
তা দিয়ে রোগ নিমূল , মানবজাতি আবার বাঁচে।