ভয়ঙ্কর রূপে এসেছিল পাক-বাহিনী
কেড়ে নিতে বাংলা বুক
যুদ্ধ করে বাঙালি দিয়েছে
তাদের স্বাধীনতার সুখ।


শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা
অর্থ তার বিশাল।
পাক-বাহিনীর নির্যাতনে বাঙালি জাতির
থাকতো না পিঠের ছাল।


প্রানের ভাষায় কথা বলছি
চলছি নিজের মত
দেখতে চাইনা পিছনের ভয়ঙ্কর
সেই রক্তাক্ত ক্ষত।


মুক্তিযুদ্ধে আমরা পেয়েছি স্বাধীনতা
শহীদদের রক্তের দামে।
জগতে যতদিন বাংলাদেশ রবে
থাকবে তাদের নামে।