নিধি সোনা ধরল বায়না
নিয়ে যেতে হবে বেড়াতে
নিধি আমার লক্ষী মেয়ে
বায়না নাহি পারি ফেলতে।


যেমন কথা তেমন কাজ
স্থান ঠিক করে ফেললাম
বেড়াতে যাব জাফলং
নিধিকে ডেকে বললাম।


মা আমার বেজায় খুশি
বাবা আসবে কবে সেই দিন
জাফলং যাব যে দিন
খুশিতে ঘুম নেই কয়েকটা দিন।


নিধি শোনা যাবে ট্রেনে
মাকে বলে বলো না বাবাকে
যাব আমরা সবাই  ট্রেনে
বল যেন নিয়ে যায় আমাদেরকে।


আমরা সবাই উঠলাম ট্রেনে
নিধি সোনা তাদিন নাচে
গল্প করে মায়ের সাথে আনন্দে
আমাদের মনটা নাচে।


সন্ধ্যার দিকে পৌছলাম শহরে
নিধি সোনা ঘুমের ঘোরে
হোটেল রুম টা ঠিক করতেই
নিধি সোনা ঘুম থেকে উঠে পরে।


ভোর বেলাতে রওনা দিলাম
উদ্দেশ্য জাফলং বর্ডারে
রাস্তার পাশে চা বাগান দেখে
  নিধি সোনা নানান প্রশ্ন করে।


নিধি সোনার খুশি দেখে
আনন্দে আমার অশ্রু ঝরে
নানা রঙের পাথর দেখে
হাসিতে নিধির মুক্তা ঝরে।