হা-হুতাশ
মোঃ বুলবুল আহমেদ
তারিখঃ ২৩-১২-২০২২ ইং


সমাজ এখন চলছে রে ভাই
মুখের গরম ভাঁপে,
নীতিকথা যারা বলে
এখন তারা চাপে।


আগে যারা বানত বাড়া
এসেছে তাদের দিন,
তেলের শিশি হাতে নিয়ে
তারা চলে  রাতদিন।


টাই-প্যান্ট  সে পরে ঘুরে
সম্পত্তি নেই বাবার,
আগে তারা পরের বাড়ির
পান্তা করতো সাবাড়।


এসব কাণ্ড দেখে পাড়া
মরে হা-হুতাশে,
স্বার্থ ছাড়া তাদের নাইরে
নীতি আশেপাশে।


ভালো কাজে কেউ পাবে না
নতুন আশার আলো,
কষ্ট গুলো জমা রেখে  
আছি বেশতো ভালো।