হিমেল হাওয়া
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০১-২০২২ ইং


সূর্য মামা কোথায় তুমি
তোমার দেখা কই।
শীতের কাপড় গায় জড়িয়ে
শুধু অবাক হই।


হিমেল হাওয়া কাঁপন তোলে  
জমে গেছে মেঘ।
হাওয়ার সাথে বৃষ্টির ফোঁটা
পেতে হচ্ছে  বেগ।


খোকা বলে ও দাদা ভাই
মনটা কেমন করে,
ভোর বেলাতে হবে  কি  কাজ
শীতে মাঠের পরে।


ও  দাদা ভাই আগের মতো
দাদীর  হয় না সাজ।
চেয়ে  দেখো দাদী দিকে
কেমন পরছে  ভাঁজ।


দাদীর দিকে চেয়ে দাদা
বলে করছো কি,
এমন করে থাকলে তুমি  
খোকা বলবে কি ‌।


এবার ভাবো কেমন করে
মাঠে দিবো পা,
সূর্য মামা দেখার আগেই
ভিজে যাবে গা।