কে বলেছে সমাজে মানবতা
গিয়াছে চলে
বেঁচে আছে মানুষ মনুষত্ব
আছে বলে।


ঝড়ের মধ্যে আটকে ছিল
প্রাণটা ছিল ঝুলে
ঘরে তাহার অসুস্থ বাবা
দু চোখ ভিজে অশ্রু জলে।


ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে
মনে হয় যাব মরে
চিন্তা করে কি করবে এখন
পুলিশ অফিসার সামনে পড়ে।


সামনে দাঁড়ায় বৃদ্ধ লোকটা
ভেজা কাপড়ে পানি ঝরে
পুলিশ অফিসার কাপড় দিয়ে
লোকটির উপকার করে।


রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে
লোকটিকে দেয় তুলে
নিজের চোখে দেখা দৃশ্য
যায় কেমনে ভুলে।


সমাজ থেকে মানবতা আজও
যায়নি পুড়ে
সালাম জানায় পুলিশ অফিসারকে
মানুষের উপকার করে।