কে বলেছে সমাজে মানবতা
গিয়াছে চলে
বেঁচে আছে মানুষ মনুষত্ব
আছে বলে।
ঝড়ের মধ্যে আটকে ছিল
প্রাণটা ছিল ঝুলে
ঘরে তাহার অসুস্থ বাবা
দু চোখ ভিজে অশ্রু জলে।
ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে
মনে হয় যাব মরে
চিন্তা করে কি করবে এখন
পুলিশ অফিসার সামনে পড়ে।
সামনে দাঁড়ায় বৃদ্ধ লোকটা
ভেজা কাপড়ে পানি ঝরে
পুলিশ অফিসার কাপড় দিয়ে
লোকটির উপকার করে।
রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে
লোকটিকে দেয় তুলে
নিজের চোখে দেখা দৃশ্য
যায় কেমনে ভুলে।
সমাজ থেকে মানবতা আজও
যায়নি পুড়ে
সালাম জানায় পুলিশ অফিসারকে
মানুষের উপকার করে।
অসাধারণ একটি মানবতাবাদী কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রীয় বরেণ্য কবি।
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসায় রেখে গেলাম
কবিতার খাতা। ভালো থাকুন শুভেচ্ছা রইল !
চমৎকার মানবতাবাদী কবিতা, ভাল লাগলো,
ভাল থাকুন, সুস্থ থাকুন শুভকামনা রইল।
khub sundar bhabna. r kobita r prakash o khub bhalo
যথার্থ ভাবনা। অপূর্ব অভিব্যক্তি।
শুভেচ্ছা রইল কবি বন্ধু।
অসাধারান মানবতার প্রকাশ,ভাল লাগল।
দারুণ প্রকাশ....! শুভেচ্ছা রইলো সম্মানিত কবির জন্য। নিরাপদ এবং ভালো থাকুন।
আবেগময় মুগ্ধতা ।শুভেচ্ছা রইল কবি বন্ধু।
অনবদ্য লেখা!
মুগ্ধ হলাম প্রিয়।
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
অনুভবে অনুপম কথামালা চমৎকার সুন্দর কবিতা ভালো লাগলো।। হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় বরেণ্য কবি ভালো থাকবেন সব সময়।।
লেখা পড়ে বিমোহিত হলাম ll
বাঃ বেশ
শুভেচ্ছা ও শুভকামনা রইল অশেষ
ভালো থাকুন সবসময় প্রিয় কবি
শুভ অপরাহ্ন-।
চমৎকার প্রিয় কবি *