বন্ধ হয়নি চন্দ্র-সূর্যের গতি
বন্ধ হয়নি পাখিদের কলরব
বন্ধ হয়নি মেঘের গর্জন
প্রকৃতির নিয়মে চলছে সব।
বন্ধ হয়েছে মানুষের কলরব
সব ঠিক প্রকৃতি দরবারে
মানুষের জীবনযাত্রা আজ চলছে
তাদের নতুন নিয়ম করে।
বন্ধ হয়েছে মানব চলাচল
নিজের দোষে আছে পড়ে
বন্দী আজ সকল মানব
তার নিজের ঘরে।
মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে করেছে
মিথ্যা রাজত্ব
লোভ-লালসা অন্ধ মানুষ
ছিলনা কোন মনুষ্যত্ব।
নিজের রাষ্ট্র নিয়ে মানুষের
মুখে ছিল না হাসি
অন্যেরে রাষ্ট্র কেড়ে নিয়ে
ছিল তারা খুশি।
কারণ নেই অকারনে বিজ্ঞানকে
করছে ব্যবহার
সাবধানতা না থাকার কারণে
ভাইরাস সৃষ্টি আবার।
অসাধারণ সুন্দর জীবনমুখি কবিতায় অনুভূতির প্রকাশ , ভালো লাগলো প্রিয় কবি, হার্দিক শুভকামনা।
অনন্য সুন্দর!শুভেচ্ছা রইল।
একদম সঠিক উপলব্ধি। বিজ্ঞানের বিরূপ ব্যাবহারেই সৃষ্টি করোনা ভাইরাস। ভারি সুন্দর লিখেছেন প্রিয় কবি। হার্দিক শুভকামনা রইল।
চমৎকার কাব্যকথা.!
অসামান্য লিখেছেন কবি। খুব-ই ভালো লাগলো।
আন্তরিক প্রীতির সাথে প্রাণভরা ভালোবাসা রইল।
নিজ দায়িত্বে পরিবারসহ ভালো থাকবেন কবি বন্ধু।
অসাব ধান হলেই বিপদ
সুন্দর কাব্যিক প্রকাশ
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
ঘরে থাকুন সুস্থ থাকুন
শুভ সকাল ।