আমার জানতে ইচ্ছে করে
 ও আমার প্রিয়া
 তুমি কি আগের মতো আস
 বকুল গাছের তলায়।


 আম বাগানে শান্ত নীরব
 স্নানের ঘাটে
 অপরূপ তুমি প্রকৃতির আজ
 তোমার দিকে হাটে।


 আজ জানতে ইচ্ছে করে
 আমাকে কি ডাক আজ
 নীরব বাগানে কোকিল এর আগমনে
 যেন বসন্তের সাজ।


 তুমি আসতে এই বাগানের
মেঠো পথ দিয়ে
 মুখে থাকত মধুর হাসি
 চোখে ভালোবাসা নিয়ে।


 তখন আমি হারিয়ে যেতাম
তোমার হৃদয়ের মাঝে
 এখনো কি সেই আগের মতো
তোমার মন  সাজে।


 হারিয়ে ফেলা দিনগুলো আজ 
খুঁজি সারাখন
 ইচ্ছে করে হৃদয়ের মাঝে
রাখি যতনে।


 আমার যেতে ইচ্ছে করে
 সেই আম বাগানে
 হয়না দেখা তোমার সাথে
হৃদয়ের প্রাণে।


 তুমি এখনো আমারই আছ
মন বলে
না আমাকে রেখেছে শুধু
তোমার অন্তরালে।