জোনাক জলে
মোঃ বুলবুল হোসেন


অন্ধকারে বাঁশ বাগানে
জোনাক জ্বলে আয়,
তাইনা দেখে হুতোম পেঁচা
মিষ্টি সুরে গায়।


খোকাবাবু চাঁদের আলোয়
চাঁদকে কাছে চায়,
এমন রাতে হিমেল হাওয়ায়
ভীষণ শান্তি পায়।


ভোর বেলাতে মায়ে ডাকে
ময়না টিয়া আয়,
মায়ের হাতে নাস্তা দেখে
খোকাবাবু খায়।


পাখির সাথে করব খেলা
আমায় শোনায় গান,
এতো মধুর সুরটা জানি
প্রভুর দেওয়া দান।


কদম গাছের ফুলের সুবাস
মনে শান্তি পায়,
গন্ধে পাগল খোকাবাবু
গান কবিতা গায়।