টাকার পিছে ছুটতে ছুটতে
আমি ক্লান্ত পথিক,
অভাব  নিত্যদিনের  সাথী
চাওয়া ছিলো অধিক।


মৃত্যুর যন্ত্রণায় আহত পাখি  
যেমন ছটফট করে ,
ক্লান্ত পথিক তবু ছুটে
যন্তণায় বুকে ঠুকরে।


জানিনা কে বারে বারে
আমার পথ ভ্রষ্ট করে,
আমি তো মরিচিকা নই
জ্বলন্ত প্রদীপ আঁধারে।


পুড়ে পুড়ে হয়েছি অঙ্গার
যদি হয় মানবের কল্যাণ,
কতজন করেছে আমায় তিরস্কার
তবুও  সত্যের পথে আপ্রাণ।


অন্যায় রাজত্বে  তারকারা সব
মিথ্যাকে সত্য মানে,
হয়তো ওরাও  ধ্বংস হবে
সময়ের ব্যবধানে।