অনাথ খোকা বেজায় খুশি
যাবে চলে  শীত,
একটি বছর থাকবে সুখে
গাইছে খোকা  গীত।
মুচকি হেসে বলে খোকা
রঙিন হবে মন,
মাতাল হাওয়া পাগল করে
গুড়ি ফুলের বন।
খোকার কাছে প্রজাপতি
গান শুনিয়ে যায়,
মনের সুখে চলে খোকা
মনে যাহা চায়।
রাত্রি কালে  চাঁদের আলো
নীল আকাশের গায়,
খোকার সাথে জোনাক জ্বলে
আঁধার শোভা পায়।