স্বাধীনতার সেই যুদ্ধ মাগো
  আজও তোমার চোখে ভাসে
তোমার ছেলে যুদ্ধে গিয়ে
আর না ফিরে আসে।


আমার দেশ মাটির মায়া
ছাড়বো কেমন করে
দেশ স্বাধীন করল খোকা
ফিরল না আর ঘরে।


মায়ের মত আপন জানি
আমার বাংলার মাটি
  জীবনের চেয়ে দামি জানি
সোনার চেয়ে খাঁটি।


দুঃখটাকে আজ দূরে ফেলে
ভুলে যাই সকল ব্যথা
আমার দেশের সবুজ পতাকা
বলে খোকার কথা।