তুমি কি পারবে ফিরিয়ে দিতে
পুরোনো দিন
মনের মাঝে সুখ ছিল
আরো স্বপ্ন রঙিন।


পাখির কন্ঠে মধুর গান
জুড়ায় প্রাণ
ঘুড়ির মতো উড়ে চলে
আমার  মন।


জিলের মধ্যে থাকা ঐ
শাপলা বলে
কত খেলা খেলছো তুমি
না না ছলে।


মৌমাছি ছুটে অলির পিছনে
  লেগেছে হাওয়া
ঋতুর মধ্যে লেগে আছে
প্রেমের ছোঁয়ায়।


বসন্তের সাজে আজ দেখো
প্রাণ দোলায়
অপূর্ব সবুজ  এই প্রকৃতি
আর গাছ পালায়।


ক্লান্তি যেন দূরে সরে
তোমার  কায়ায়
মুক্ত ঝরা হাসি তোমার
থাকি মায়ায়।