করোনার জন্য বিপর্যস্ত আজ
সমগ্র পৃথিবী আছে,
মরণব্যাধি করোনা এসেছে দেখো
এই পৃথিবীর মাঝে।
ভীত সমস্ত পৃথিবীর মানুষ
আজ গৃহবন্দী আছে।


কি ঘটতে চলেছে মানুষের জীবনে
বিশ্বজুড়ে লকডাউন চলছে।
মানুষ আজ ভীষণ কষ্টে আছ
কিভাবে জীবন চলবে।
কষ্টকে মেনে নিয়ে আজ
জীবনকে বাঁচাতে হবে।


মানুষের কাছে জীবনের চাইতে
নেই কিছু মূল্যবান
মানুষ তুমি কেন ভাবছ মিছে
সবকিছুতে আছে লকডাউন।


পূর্বের আকাশে নতুন সূর্য উঠে
শুরু হয় নতুন দিন
হয়তো জন্ম নিবে নতুন সম্ভাবনা
ভেবে দেখেছ কোন দিন।


আজ বাঁধা নেই কোনো ভালোবাসাতে
পরিবারের জন্য।
আজ ভালোবাসা বিলিয়ে দাও সবার জন্য।
দয়া-মায়া মহানুভতা কে কখনও লকডাউন
দেওয়া হয়নি।


তোমার চারপাশে অসংখ্য দুস্থ অসহায় মানুষ।
আজকের এই দিনে তুমি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও।
লকডাউন এ তোমার সৃষ্টিশীলতা কেড়ে নিতে পারেনি।
ঘরে বসেই তুমি আল্লাহকে স্মরণ করো।
ছোট্ট বন্ধুরা তোমাদের বইগুলো কখনো বন্ধ রেখো না।
সুযোগ এসেছে তোমার পাঠ শেষ করে ফেলো।
লকডাউন তোমার পড়াতে কোন বাধা নেই।
লকডাউন  তোমার জীবনে ব্যস্ততা কমিয়ে দিয়েছে।
তোমার হাতে তুলে দিয়েছে কিছু সময়।
প্রিয়  বন্ধুর সাথে তোমার বহুদিন কথা হয়নি
আজ  বলে নাও প্রাণখুলে।
তোমার চিন্তা শক্তিকে ব্যয় করো
কোন সূজনশীল কাজে।
আজ সময় এসেছে সৃষ্টিকর্তা কাছে ক্ষমা চেয়ে নেওয়ার।
আজ সুযোগ এসেছে সৃষ্টিকর্তার সামনে মাথা নত করা।
লকডাউন মানে ঘরে বসে
মন খারাপ করার নয়।
চলো ঘরে বসে আল্লাহর হুকুম পালন করি।
যে কাজটি  করতে মন সবসময় চাইতো
লকডাউন  তোমার জীবন আজ বৈচিত্র।
সেদিন আর বেশি দূরে নয়,
যেদিন করোনার  থেকে মানুষ মুক্তি হবে ইনশাল্লাহ।
সেদিন লকডাউন উঠে যাবে,
পৃথিবী আবার ঠিক প্রাণ-চঞ্চল হয়ে উঠবে।