হারিয়ে ফেলেছি ছোট বেলা
পূর্বে আকাশে পড়ন্ত বেলা।
হারিয়ে যায় সে সন্ধ্যা বেলা
হারিয়েছি কত রঙ্গ মেলা।


হারিয়ে ফেলেছি ছোট বেলা
আমিতো বড় হবার লোভে।
হারিয়ে ফেলেছি ছোট বেলা
চতুর দেয়ালের ভিতরে।


হাডুডু আর গোল্লা ছুটের
সে তো নানা রকমের খেলা।
দলে দলে সে খেলার ছলে
আমার তো কেটে যেত বেলা।


চার দেয়ালের মধ্য থেকে
জানতাম না কারো খবর।
হয়তো কারো সাথে যে আর
দেখাই হবে নাতো আমার ।


হারিয়ে ফেলেছি ঝড়ে দিনে
একত্রে আম কুড়ানো খেলা।
সূর্য হারায় যে রাত্রি বেলা
আমি হারিয়েছি ছোটবেলা।