মায়ের ভাষা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-০২-২০২২ ইং


শত স্মৃতি  আঁকা মোদের
ফেব্রুয়ারি মাস,
ভাষার জন্য শহীদ হলো
শত্রু হলো নাস।


ভাষার মাসে  আসলে পরে
অশ্রু ভেজা চোখ,
ভাষার জন্য জীবন দিয়ে
সুখের জল দু'চোখ।


বাংলা আমার মায়ের ভাষা
শহীদ ভাইয়ের  দান,
জীবন দিয়ে রেখে গেছে
বাংলা ভাষার মান।


এই ভাষাতে আপন জনদের
সুখে-দুখে চাই,
এই বাসাতে বন্ধু তদের
আপন করে পাই।


ভাষার জন্য জীবন দিয়ে
করে গেছে ঋণ,
বাংলার বুকে অমর হয়ে
থাকবে চিরদিন।