মুখোশ পরা সাধু তুমি
আড়াল থেকে করো খবরদারি।
গরিবের হক মেরে  হয়েছে তুমি
রাতারাতি বড়লোক।


সামান্য কিছু দান করিয়া
করিয়াছো তুমি এর প্রসার।
নেয় নীতি বাক্য বলে করিয়াছ তুমি
মানুষের মন জয়।
মুখোশ যেদিন খুলবে তোমার
ধিক্কার জানাবে এই সমাজ।