চৈত্র মাসে খরার মধ্য
রফিকের মা জ্বরে,
বউ বাচ্চা ভাত খায় না
পাঁচ দিন ধরে।
কত আদরে করছে জননী
মুখের আধার দিয়া,
সেই জননী মরতে চলেছে
থাকবে না সুখের হিয়া।
ঘামলে পড়ে বাতাস করতো
তালের হাত পাখা,
সেই জননী চলে গেল
রফিকের সব ফাঁকা।
কত কষ্টে করছে জননী
কান্দে ধরে গলাগলি,
আকাশ বাতাস কান্দে দেখো
ভেঙ্গে পরে কলি।
কত সুখ সংসারে ছিল
আজ হয়েছে গত,
সময়ের ব্যবধানে সুখের আশায়
চলবে নিজের মত।
জীবনমুখী সুন্দর ছড়া কবিতা। অপূর্ব উপস্থাপনা।
শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
অপূর্ব প্রকাশ......!
খুব সুন্দর লিখেছেন সম্মানিত কবি।
অভিনন্দনের সাথে অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।
পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন এই কামনা করি।।
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব নিবেদন
শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন সবসময় প্রিয় কবি।
অনবদ্য প্রকাশ....! সম্মানিত কবির জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন-এই প্রত্যাশা।।
অসাধারণ মানবতাবাদী,শুভ দুপুর।
বেদনা জড়া সুন্দর লেখা। শুভকামনা সতত প্রিয় কবি।
যতবার পড়ছি বেশ লাগছে
সুন্দর কথা মালা প্রিয়কবি
অনেক সুন্দর লিখেছেন প্রিয়মুখ
শ্রদ্ধেয় কবি ভালোবাসা জানবেন।