দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে
আমার চেনা মুখ,
কতো মানুষ চলে যাচ্ছে
ফাঁকা পৃথিবীর বুক।  


কাঁচা ফল যে ঝরে যাচ্ছে
মহামারী ভয় করে,
আপন জনের মায়া ছেড়ে
মানুষ গুলো মরে।


ধনী-গরীব পার পাবে না
বুঝি না মানুষ,
চোখের সামনে হচ্ছে বিনাশ  
আমাদের নেই  হুঁশ।


ভয় নেই মানুষের মাঝে
নিয়ম মানেনা কেউ,
নিয়ম কানন মেনে চললে
কমবে মৃত্যুর ঢেউ।


মানব আমরা কেমনে বাঁচবো
কেমনে চলবে দেশ,
মাফ করে দাও আল্লাহ তুমি
নয়তো জীবন শেষ।