নতুন জীবন গড়তে চাও
বাঁধা দেবনা গড়াক
নতুন স্বপ্ন পূর্ণ করতে
নতুন বাঁধনের জরাক।
যদি চলার পথে তৈরি হয়
নতুন কোনো সংকট
দুঃখ কে বরণ করে নিব
হোকনা যত প্রকট।
ভয় কে তুমি দূরে ফেলো
মনুষ্যত্ব সে জাগুক
বিপদ দেখে পিছুপা হব না
যতই লঙ্কাকাণ্ড লাগুক।
জন্ম নিলে মরিতে হইবে
এটাই সত্য হয়
সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে
করো না তুমি ভয়।
দারুন অনুভব এর ছোঁয়ায় চমৎকার মানবতাবাদী কবিতা ভালো লাগলো শুভেচ্ছা রইল প্রিয় কবি ভালো থাকবেন।।
দারুন। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
কবি,মানবতাবাদী নতুন জীবন খুবই ভাল লাগল।
মানবিক ভাবনায় অপূর্ব সুন্দর প্রকাশ। শুভেচ্ছা অবিরত প্রিয় কবি।
Excellent, best wishes
একেবারে যথার্থ বলেছেন প্রিয় কবি
সুন্দর কাব্যিক ছবি
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সুস্থ থাকুন
শুভ সকাল।
সুন্দর মানবতাবাদী কবিতা
দারুন লিখেছেন কবিবর