নতুন কোন রাস্তা
মোহাম্মদ বুলবুল হোসেন
শরীরের শক্তি কমে যাচ্ছে
যেতে হবে ভূখণ্ডে
মিথ্যা মায়ায় পড়ে আছি
ভরসা নাই সেকেন্ডে।
বয়স কালে ভীমরতি ধরেছে
সকাল-সন্ধ্যা দুপুরে
যাকে পায় তাকে মারি
শব্দ হয় নুপুরে।
মরার মত বেঁচে আছি
যেন জ্যান্ত কবর
মরে যদি যাও তুমি
হবে না তো খবর।
বাঁচার জন্য খুঁজতে হবে
নতুন কোন রাস্তা
কাঁধে আমার বিশাল বোঝা
হবে কোন ব্যবস্থা।
সুন্দর! পথচলা আরো সুন্দর ও সার্থক হোক। কথা বলে ভালো লাগলো।
জীবনের পথ অতিক্রান্ত করতে করতে-
সময়ের সাথে সাথে জীবনে নতুন নতুন কোন রাস্তা
এসে ধরা দেয়; কখনো মসৃন কখনো তীক্ষ্ণ!
মনোমুগ্ধকর কবিতা, অপূর্ব। ভাবনা গভীরে।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
চেষ্টায় মেটে তেষ্টা-
একেবারে সঠিক পথে আসবে জয়।
সুন্দর কাব্যিক নিবেদন প্রিয় কবি
শুভেচ্ছা অফুরান
ভালো থাকুন সুস্থ থাকুন।
bah besh bhalo. bhalo thakun