কতো আশা প্রাণে বুনি
বলি তোমায়  ময়না,
হাতে পাবো  নতুন বইটা
গায়ে পড়ে  গয়না।

উড়ো তুমি আকাশ বুকে
রাত দুপুরে  ঘুরি,
ইচ্ছে করছে তোমার মতো
ডানা মেলে উড়ি।


নতুন বইটা  জ্ঞানের প্রদিপ
ভালো-মন্দ শিখি,
আমার দেশের রূপের বাহার
বইয়ের পাতায় দেখি।


নতুন বইটা পড়ে আমি
মনুষ্যত্ব  জানি,
উঁচু-নিচু কি ব্যবধান
স্বার্থের হানাহানি।