সকাল থেকে সন্ধ্যা বেলা
করে যাও পরিশ্রম,
ঘামে ঝরা পরিশ্রম তোমার
করে দেবে বিনাশ্রম।


অর্থের জোরে ক্ষমতা দেখায়
করছে তারা শাসন,
মায়া নাই যে ওদের মনে
করো যত  উপাসন।


তোমার শ্রমের মূল্য একদিন
হয়তো তারা বুঝবে,
থাকবে না তাদের পাশে
পড়বে তারা অভাবে।


শ্রমিকের শ্রমে তোমার ধন
কেনো তোমার  বড়াই,
তোমার বাড়ি তোমার গাড়ি
ওদের শ্রমে আগাই।


ওদের মতো হলে তোমরা
বুঝবে ওদের কষ্ট,
সেদিন হয়তো তোমার হবে
শ্রমে মাথা নষ্ট।