অনাথ শিশু
মোঃ বুলবুল হোসেন


অনাথ  শিশুর ঘুরে বেড়ায়
মিলে যদি ঠাঁই,
গায়ে পড়া ছেঁড়া জামা
সম্বল কিছু নাই।


দিনের পরে রাত চলে যায়
পথে পথে রয়,
ধুলাবালি কাঁদা গুলো
বুকের মাঝে বয়।


অনাথ শিশু তারা মানুষ
নিষ্পাপ পদ্ম ফুল,
এই জগতে সৃষ্টির সেরা
নাই যে তাদের ভুল।


অনাথ শিশুর সেবা করলে
প্রভু খুশি হয়,
আদর সোহাগ দিবে সবাই
জ্ঞানী গুণী কয়।


সাধ্যমত অনাথ শিশুর
রাখো তোমরা খোঁজ,
অবহেলা আর করো না
কথা বলো রোজ।