বাঙালি সব আবেগ প্রবণ
আত্মীয়তা বড়ো
নিজের ঘরে বদ্ধ থেকে
নিজেকে নিয়ন্ত্রণ করো।


সবাইকে নিয়ে চলার আমাদের
ছিল একটা স্বভাব
নিজের সাথে নিজের লড়াই
থাকুক না মনের অভাব।


কিছু হয়তো হবেনা আমার
মন ডানা মেলা হাঁস
অবহেলা করলে আসতে পারে
তোমার জীবনে বাঁশ।


সঠিক সিদ্ধান্ত নিতে হবে
ভুলে হবে ধ্বংস
গায়ের জোর দেখালে তুমি
হয়ে যাবে নিঃবংশ।


অদৃশ্য এক অন্ধকারে আজ
জগতে এসেছে নেমে
সবাই আছে  ছোটাছুটির মধ্যে
যাইতেছে দিন থেমে।


এত দূরত্ব ভালো লাগেনা
কষ্ট ভরা মন
সবাই সুখে থাকার জন্য
আমাদের নির্বাসন।


সরকারের দেওয়া আইন আমরা
মেনে চলতে পাড়ি
ঘরের মধ্য থাকবো সবাই
একটু কষ্ট করি।


দেশের ভালো দশের ভালো
দেখো সঠিক রাস্তা
জীবন তোমার রক্ষা করো
নয়তো জীবন সস্তা।