পল্লীর মাঝে ঝিনাই নদী
ইহার তীরে কালিহাতী।
বংশাই নদী বহমান
এখান থেকে অল্প দূরে।


এখানে বঙ্গবন্ধু নামে
সেতু তৈরি হয়েছে।
পারাপার হচ্ছে হাজারো মানুষ
পেয়ে গেছে মায়ার জালে।


মায়ার বাঁধন নিয়ে আছে মিলে মিশে
হিন্দু মুসলিম সকল ভাই।
রয়েছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
গড়ে তুলছে বস্ত্র প্রকৌশলী।


এখানে রয়েছে বীরমুক্তি যোদ্ধা
বীরউত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী।
অগণিত জনসাধারণ
কালিহাতীর কল্যাণ চাই।


অনেক কথাই হল না বলা
ছোট্ট এই কবিতার মাঝে।
ঐতিহ্য ভরা কালিহাতী থানা
বিকশিত হচ্ছে বিচিত্র সাজে।