পড়ন্ত বিকেল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১২-০৭-২০২২ ইং


বংসাই নদীর ওই পারেতে
একটা চায়ের স্টল,
সেথায় গিয়ে দেখতে পেলাম
মানুষের কোলাহল।


চায়ের কাপে চুমুক  দিতে
বৈশাখী ঝড় উঠে,
গিন্নি আমার বুঝে গেছে
মানুষ কেনো ছুটে।


এলাকাটা জমে গেছে
হাসি ঠাট্টার ভারে,
গিন্নি আমার খুশি তবু
বাজিতে সে হারে।


পড়ন্ত বেলায় খুশি গিন্নি
মন কে করেছি জয়,
এমন করে প্রতিটা দিন  
যেনো গিন্নি খুশি হয়।


নদীর কলতান শব্দের দিকে
আমি থাকি  চেয়ে।
মনের সুখে জাল ফেলেছে
জেলেরা গান গেয়ে।


দূর আকাশে চেয়ে দেখি
ঐ মেঘের আনাগোনা,
এই মাটিতে বসতবাড়ি
মাটি আমার সোনা।