রঙের নেশা
মোঃ বুলবুল হোসেন
দুই দিনের এই দুনিয়াতে
যাচ্ছি হেঁটে যত,
গোলক ধাঁধার বৃত্তের মাঝে
ঘুরছি আমি তত।
আপন আপন বলছি যারে
সবি মিছে কায়া,
চোখের আড়াল হয়ে গেলে
দৌড়ে পালায় মায়া।
সময় থাকতে কাজ করেনি
করছি কত হেলা,
রঙের নেশায় ডুবে থেকে
চলে গেল বেলা।
পাপের ওজন মাথায় নিয়ে
বিপদ বালাই হবে,
পরকালের কঠিন শাস্তি
পাপী পাবে তবে।
চলার পথে পাপ করেছি
শাস্তি দাওনি কভু,
আমি পাপী এই জগতে
ক্ষমা করো প্রভু।