রঙিন স্বপ্ন নিয়ে তুমি
যতই থাকো জনে,
সুখের দেখা পাবে না ভাই
যতই একলা নির্জনে।


ধন-সম্পদে সম্মান পাবে
সুখ পাবে না মনে,
সুখ পাখিটা  যত্ন করে
রাখতে হয় প্রাণে।


ছোট্ট ছোট্ট ভালোবাসা
হারিও না ক্ষণে,
হিসাব কষে সামনে চলো  
রেখ তুমি রক্ষণে।


সুখের দেখা তখন পাবে
মিলে উভয় জনে,
একাকিত্বে সুখ পাবেনা
সুখ মিলে  সজনে।


কোটি টাকায় সবার দেখো
থাকে না তো সুখে,
একবেলা না খেয়ে কৃষক
আছে দেখো গৃহসুখ।