কাল বৈশাখী ঝড়ে দেখো
মনটা ভেঙে যায়,
বেঁচে থাকার জন্য মানুষ
আছে স্বপ্ন আশায়।


সবার আশা হয় না পূরণ
স্বপ্ন বালু চর,
সুখের পাখি ধরতে গিয়ে
ভাঙ্গে স্বপ্নের ঘর।


কেউ আবার লক্ষ্যে পৌঁছায়
কাউকে দেয় ফাঁকি,
স্বপ্ন ভাঙ্গার কষ্টে আজও
ঝরে আমার  আঁখি।


তার পরেও  স্বপ্ন দেখবো
যদি থাকে নিঃশ্বাস,
স্বপ্নের মাঝে খুঁজে সবাই
বেঁচে থাকার বিশ্বাস।


স্বপ্ন  ছাড়া কোনো মানুষ
জগৎতে সুখী নয়,
বেঁচে থাকার জন্য মানুষ
স্বপ্ন দেখতে হয়।