ভাঙে সুখের ঘর
মোঃ বুলবুল হোসেন


কেমন দিনে এলরে ভাই
কত ঢঙের বেশ,
শরম লজ্জার ধার ধারে না
সমাজ হলো শেষ।


রঙিন নেশায় অন্ধ হয়ে
করছে এমন কাজ,
লবণ আনতে পান্তা শেষে
জমিদারি সাজ।


মিনার প্রেমে হাবুডুবু
অন্ধ কিছু লোক,
বারো ঘাটের জল খেয়েছে
বুঝবে মনের শোক।


ভেবেচিন্তে কাজ করিও
যেনো সুখের হয়,
নইলে কিন্তু চোখের জলে
জীবন মরু-ময়।


ভাঙা ঘরে স্বপ্ন দেখে
চলছে জীবন ভর,
টিকটক করা ছেলে মেয়ে
পায় না সুখের ঘর।


আকাশ ছোঁয়া স্বপ্ন এদের
থাকে জীবন ভর,
প্রত্যাশা তার না মিটালে
ভাঙে সুখের ঘর!