মানবতা নাই নিয়মের বেড়াতে
কালো ছায়া নামে
জগৎ আজ ধ্বংসের দিকে
মৃত্যুর  কাল  খামে।


বহু দেশ কালের  থাবায়
হয়ে গেছে নীল
এসেছে  দেশে দূষিত নিশ্বাস
হতে পারে  অন্তনীল।


মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে
এমন মারণ ব্যাধি
সাবধানের সহিত থাকতে হবে
সতর্ক নিরবধি।


দেশ, মানুষকে যদি ভালোবাসো
বন্দি থাকো ঘরে
পরিবারের সাথে কাটাও  সময়
গল্প কথায় ভরে।


ছেলে মেয়ে নিয়ে তুমি
নাহয় খেলা করো
অবসর তুমি পেয়ে গেলে
জীবন পাত্র ভরো।


নিজেকে যদি ভালোবাসো তুমি
বাহিরে নয় ঘরে থাকো
স্বাস্থ্য বিধি মেনে চলো
শরীর মন সুস্থ রাখো।


নিজেকে যদি ভালোবাসো তুমি
দূরত্ব  রাখো বজায়
স্পর্শ থেকে দূরে থাকবো
রোগ যাতে না ছড়ায়।


দেশের সকল সুনাগরিক আজ
বাহিরে কেন ঘরে যাও
দেশের প্রতি দায়বদ্ধতা তোমার
একটুখানি পরিচয় দাও।