মানবতা নাই নিয়মের বেড়াতে
কালো ছায়া নামে
জগৎ আজ ধ্বংসের দিকে
মৃত্যুর কাল খামে।
বহু দেশ কালের থাবায়
হয়ে গেছে নীল
এসেছে দেশে দূষিত নিশ্বাস
হতে পারে অন্তনীল।
মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে
এমন মারণ ব্যাধি
সাবধানের সহিত থাকতে হবে
সতর্ক নিরবধি।
দেশ, মানুষকে যদি ভালোবাসো
বন্দি থাকো ঘরে
পরিবারের সাথে কাটাও সময়
গল্প কথায় ভরে।
ছেলে মেয়ে নিয়ে তুমি
নাহয় খেলা করো
অবসর তুমি পেয়ে গেলে
জীবন পাত্র ভরো।
নিজেকে যদি ভালোবাসো তুমি
বাহিরে নয় ঘরে থাকো
স্বাস্থ্য বিধি মেনে চলো
শরীর মন সুস্থ রাখো।
নিজেকে যদি ভালোবাসো তুমি
দূরত্ব রাখো বজায়
স্পর্শ থেকে দূরে থাকবো
রোগ যাতে না ছড়ায়।
দেশের সকল সুনাগরিক আজ
বাহিরে কেন ঘরে যাও
দেশের প্রতি দায়বদ্ধতা তোমার
একটুখানি পরিচয় দাও।
যথার্থ বলেছেন কবি । সাবধান হওয়া আর অনুশাসন মেনে চলা একান্ত জরুরী এখন । ভালো লাগল কবিতাটি।
কবি,বেশ লিখেছেন,মৃত্যুর কাল খামে,ধন্যবাদ।
মানবিক উচ্ছর্ণে অপূর্ব সুন্দর লেখা। হার্ফিক শুকামনা রইল প্রিয় কবি।
অপূর্ব কাব্যিক প্রকাশ
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন।
ভালো লেগেছে। শুভেচ্ছা ও শুভকামনা।
ক্ষমতার দম্ভ , খ্যাতির দম্ভ, বিত্তের দম্ভ এসব কিছুই থাকবে না। নিমিষেই যে কোনো সময় তা' চুপসে যেতে পারে। বড় কোনো শক্তির কাছে নয়। অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক ভাইরাসের কাছে। যার নাম করোনা বা কোভিড-১৯।
পুরো দুনিয়াটাকে অচলাবস্থায় নিয়ে যেতে পারে খালি চোখে অদেখা এই ভাইরাস। তাই আমাদের সব রকমের দম্ভকে বাদ দিয়ে সবসময় একে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হতে আপাততঃ প্রথম যা করতে হবে, তা হলো সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন। আসুন আমরা ঘরে থাকি।
ভালো হয়েছে আবেদনমূলক কবিতা। শুভ কামনা কবি বুলবুল হোসেন।
অনন্যসুলভ পাঠে মুগ্ধ হলাম।I
ভালো রচনা,,, ভালো লাগলো ।।।