সকাল সন্ধ্যা সংসারে
বাবার সাথে কর্ম করে।
পড়ালেখা যাই চালিয়ে
পরিবারের চাহিদা পূরণ করে।


বাবা অনেক কষ্ট করে
লেখাপড়ার যোগান দিয়েছে।
অনেক ডিগ্রী অর্জন করে
চাকরির জন্য ঘুরেছি।


বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে
ভাইবা দেই ঘুরে ঘুরে।
পাশ করেছি অনেক বার
অর্থের কাছে হেরেছি বারে বার।


আস্তে আস্তে মিষ্টি সুরে
মোটা অঙ্কের টাকার কথা বলে।
টাকা না দিতে পারলে
চাকরিটা যাবে চলে।


বাবা মায়ের স্বপ্ন
যাবে বিফলে।
ডিগ্রীর কি মূল্য রইল
চাকরিটা না পেলে।