আমরা যারা সমৃদ্ধিশালী ব্যক্তি
রোজ ভালো খাবার খাই।
কোটি টাকা সঞ্চয় করি
লক্ষ টাকার খাট পালঙ্কে ঘুমাই।


কেমন করে বুঝবে তারা
গরিব দুঃখীদের মনের ব্যথা
হাতের মুঠোতে সবকিছু পায়
পায় না তো সে কোনো ব্যথা।


আমরা যারা সমৃদ্ধিশালী ব্যক্তি
কষ্টের কাজ করি না আমরা।
স্বর্গীয় সুখ ছিল ভাগ্যে
অপব্যবহার করছে যারা।


একদিনে যা সঞ্চয় করি
সারা বছরে তা করতে পারে নাই।
তবে কেন আমরা ভাই
গরিবের হক টা মেরে খাই।


দেশে অনেক মানুষ আছে
লবণ মরিচ দিয়ে পান্তা খেয়ে
কোন রকম বেঁচে থাকে
খবর নেই না কাছে গিয়ে।