সময় চলে সময়ের গতিতে
নিয়ম-নীতি মেনে,
কারো জন্য অপেক্ষা করে না
নাই কারো অধীনে।


মানুষ মাঝে থাকতো যদি
সময়ের মতো নীতি,
হিংসা বিদ্বেষ থাকতো না  
থাকতো স্বজন প্রীতি।


সময়ের জন্য সবাই আমরা
থাকি যেন অপেক্ষায়,
সময় কখনো থাকে না সে
কারো জন্য প্রতীক্ষায়।


কতো স্মৃতি বিলীন হয়েছে
সময়ের মাঝে পড়ে,
সময়ের কারণে মনের মাঝে
অতীত স্মৃতি  উড়ে।


সময়ের মূল্য পারি নাই দিতে  
ছন্নছাড়া জীবনে,
সামনের দিনের সময়ের মাঝে
চলব লক্ষ্য অর্জনে।