মনটা আমার বেজায় ক্লান্ত।
কোথায় আসলে পাবো বলো,
ক্লান্ত ছাড়া একটু শান্তি।
ঠিকানা ছাড়া রাস্তার পথিক আমি,
যেদিকে তাকাই কারো চাওয়ার শেষ নাই।
ভরা ক্লান্ত পথিক যে আমি,
আমার কোন ঠিকানা নাই।
কোথায় আসলে পাবো বলো,
একটু ক্লান্ত ছাড়া সুখের ঠাই।
যেদিকে তাকাই শুধু ব্যস্ত তাই।
মন বললো চলো কোন
খোলা আকাশের নিচে যাই।
কোমল বাতাস, সবুজ ঘাস,পাখির কোলাহল ডাক,অপরূপ প্রকৃতি।
চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলা যায়।
কোলাহলমুক্ত নিঝুম প্রকৃতিকে জিগাই
তোমার মধ্যে এত সুখ আমি কেন পাই।
ভরা ক্লান্ত পথিক যে আমি
চলে যেতে হবে ঠিকানা ছাড়া রাস্তায়।