ভোরের শিশিরের মতো তুমি
যেওনা হারিয়ে
দূরের রাস্তা ধরে তুমি
এসো ফিরে।


ঝরে যাওয়া ফুলের মতো
  যেও না ঝরে
রাতের অন্ধকারের মতো তুমি
থেকো না চোখ বন্ধ করে।


ফুলের পাপড়ির মতো  তুমি
পড়না ঝরে
সূর্যমুখী ফুলের মত তুমি
উজ্জল থাকো যেও না পরে।


বসন্তের কোকিলের মতো তুমি
যেওনা চলে
ভোরের পাখিদের মতো তুমি
ডাকো সুর তুলে।


শীতের কুয়াশার মতো তুমি
থেকো না হৃদয় জুড়ে
মিষ্টি রোদের মতো তুমি
রাখো মনটা  কে ভরে।


আষাঢ়ে বৃষ্টির মতো তুমি
পড়না জরে
আকাশের তারার মতো তুমি
থাকো হৃদয় জুড়ে।


নদীর স্রোতের মতো তুমি
চলে যেওনা দূরে
জোয়ারের মতো থাকো তুমি
হৃদয় ভরে।


নদী যেমন হারিয়ে যায় তেমনি
যেওনা হারিয়ে
বৃহৎ আকাশের মতো তুমি
থাকো হৃদয় জুড়ে।


জ্বলন্ত মোমবাতির মতো তুমি
যেওনা গুলে
সন্ধ্যার তারার মতো তুমি
থাকো জ্বলে।


চাঁদের আলো হারিয়ে যায়
সূর্যের আলোতে
দিনের আলোতে থাকো তুমি
এই হৃদয়ে তে।