কে যেন ডাকে আলোর ঝাঁকে, শোনা যায় শুভধ্বনি  
    ঝলমল হবে আঁধার যাবে, জ্বলবে মনের মণি ।
যখন আসবে রে কাল নতুন সকাল, জাগবে নতুন রবি;  
               ধুয়ে যাবে সব কৃশ কলরব
               পথ ঘাটে হবে জয় জয় রব  
তখন ফিরবে রে হুঁশ সব মানুষে, মুছবে নকল ছবি ।  
জেগে ওঠা প্রাণ গেয়ে যাবে গান, জাগাবে ওরাই আশা  
যখন ধরবে রে হাল কাটাবে আকাল, কাটবে করুণ দশা;  
    অজানা সব জানবে কতো ঘুচাবে অলীক ভীতি,  
                    দণ্ডায়মান দণ্ডা হাতে
                 দিশার মশাল থাকবে সাথে
     নতুন আলোয় উঠাবে জেগে, করবে বদল রীতি ।

যখন চিনবে রে লোক নিজের ভূলোক, নিজেই হবে চালক
মানবে না আর বৃথা বারণ, বুঝবে কারণ জোয়ান, বুড়ো, বালক;
          মনের ডাকে ডাহুক শাঁখে জমবে জমাট খেলা
                 আঙিনা ভরা ধোঁয়াশা ধূপে            
                    দানব জন্তু মানব রূপে
          সুর হারাবে অদূর হাটে, বসবে না আর মেলা ।        
    যখন গেয়ে যাবে গান যুবক মহান, নতুন পথের দেশে
      সেদিন ভাঙবে আসর নাট্য বাসর, বোকার স্বর্গ ধসে;
       তখন ফিরবে রে হুঁশ সব মানুষে, মুছবে নকল ছবি
     যখন আসবে রে কাল নতুন সকাল, জাগবে নতুন রবি ।