আমি জানি একদিন তোমাতেই হবে লীন
এই ভালোবাসা সব হয়ে যাবে ক্ষীণ !
তোমার অন্তরে উদিত প্রীতিগুলো  
এতো প্রেম, এতো মোহ, সে অচিন ভীতিগুলো
এ আকর্ষণ আর ক্ষণে ক্ষণে দর্শন
মন ভেজানো লিপিকুশলের বর্ষণ  
তোমাতেই হবে লীন আমি জানি একদিন ।


আমোদ হারাবে গোপনে ঐ প্রমোদকানন    
ভরবে অপূর্ণতায় এ সুবর্ণ আনন;  
যা ছিল ওতপ্রোত হয়ত হবে গত
এ অনুরাগ, অভিমান, মধুর কথন যত !  
ভিড়বে জড়তা, মধুগন্ধী আকুলতা
ছিলাম কি এতকাল মূলহীন আলোকলতা ?    
রাখবো সে যন্ত্রণা মনের অলখে    
দেখবে লোক বীতশোক, উচ্ছল দু’ চোখে ।  


কতো আভাস পাবে প্রকাশ, কিছু প্রকাশহীন!  
কিছু আবার হবে সাথী আদি অন্তহীন;
না হয় যেন দ্রাঘীয়ান, দুঃখ বয়ান  
এ বিনয়, এ প্রনয়, অবশেষে ম্রিয়মাণ !
মনের আরসিতে আরাধিত পরশ  
ছিল যা অগোচরে সঞ্চিত হরষ
তোমাতেই হবে লীন আমি জানি একদিন ।