আমরা মানুষ তাহা ভেবেছি কি কভু?
কেমন মনুষ্যত্ব, কেমন মানবতা তবু?
আমি বলি ও খারাপ, ও বলে আমি,
দশদিশে অন্ধকার এলো বুঝি নামি।
একজন উত্তক্ত করে আরেকজনের নামে
সমাজ শোধে ঋন কত মহা মূল্য দামে।
হিংসা বিদ্বেষ কে ছড়ালো বলতে পারো?
যদি তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো;
তবেই জানতে পারবে বুঝতে পারবে
এই জগতে পরম সত্যি কেমনতর?
পরের ত্রুটি খুঁজতে গিয়ে কটাক্ষে দৃষ্টিমেলি
নিজের ত্রুটি ভুলে গিয়ে আপন মনে পথ চলি।
এই যদি হয় ওই জীব শ্রেষ্ঠ মানুষের ধারা
বলতে পারো তবে এই জগতে মানুষ কারা?
সত্যকে সত্য বলা আর ওই মিথ্যাকে মিথ্যা
না হলে এই মানব জন্ম সবটুকুই যে বৃথা।
মুখে বলবো ভালো কথা  কাজে হবে অন্য
এমন জীবকে বলব না মানুষ বলব তাঁরে বন্য।
লোকের কাছে ভালো সাজা বলতে পারো কেমন মজা?
হবে সত্য যখন প্রকাশিত বেঁচে ও কি থাকবে তাজা?
ইতিহাস যে কঠিন সত্য বলো না মিথ্যা তোমরা নিত্য
কালের কাছে প্রকৃতির কাছে আমরা সবাই ভৃত্য।
মিথ্যাচারে যেও না ডুবে,  শেষ হবে যে শুধুই লোভে
হারিয়ে যাবে ফুরিয়ে যাবে, একদিন মানুষের ক্ষোভে।
মানুষ তোমায় বলবে না কেউ চারিদিকে উঠবে ঢেউ
এই জগতে চিনবে তোমায়, পরিচয়হীন একটা ফেউ।
একটু সময় ভাবো মৃন্ময়, সময়ে মিশে যাবে মাটির সাথে
তবে কেন দম্ভ ধর্মে মতে এই সহজ সরল চলার পথে?


২৬ শে আষাঢ়, ২৪২৯,
ইং ১১/০৭/২০২২,
সোমবার বেলা ৯:৪৪। ১৭৬৩, ০৭/০৮/২০২২।